Daily News BD Online

হঠাৎ খোলা চিনির দাম বাড়ায় ফুলবাড়ী বাজারে মিলছে না প্যাকেট জাত চিনি


আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) :

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাটবাজারে প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে না। এর কারণ গত ১৫ দিনের ব্যবধানে বস্তার খোলা চিনি কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩২ টাকা দরে যা প্যাকেট জাত চিনির দামের তুলনায় বেশি । অথচ একই চিনি এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১১৩ থেকে ১১৪ টাকা কেজি দরে। চিনির দাম বেড়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ের মিষ্টির দামও বেড়ে গেছে।  বেড়েছে চায়ের দাম।

উপজেলার পৌর শহরের বিভিন্ন পাইকারি ব্যবসায়ীরা বলছেন,ফ্রেশ,দেশবন্ধু,তীর, এস আলম,ইগলুসহ বিভিন্ন চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ঈদের আগে থেকে প্যাকেট চিনি সরবরাহ বন্ধ করে দিয়েছে।এ কারণে স্থানীয় বাজারে প্যাকেট চিনি পাওয়া যাচ্ছে না।

খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারিচিনি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে অর্থাৎ কোম্পানিভেদে ৫০ কেজি ওজনে এক বস্তা চিনি কিনতে হচ্ছে ৬ হাজার ২৫০ থেকে ৬ হাজার ৩০০ টাকা দরে। এতে প্রতিকেজি চিনির ক্রয়মূল্য পড়ে যাচ্ছে ১২৫ থেকে ১২৬ টাকা। ফলে পরিবহনসহ অন্যান্য খরচ বাদ দিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করতে হচ্ছে ১৩০ থেকে ১৩২ টাকা। তবে প্যাকেট চিনির সরবরাহ না থাকায় চিনির বাজারের এই অস্থিরতা সৃষ্টি হয়েছে ।

দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মমতাজ বেগম রুনি বলেন, চাহিদার তুলনায় চিনি সরবরাহ কমের কারণে এমন সমস্যা দেখা দিয়েছে। তবে কৃত্রিমসংকট তৈরি করে কেউ যেন বাড়তি দামে চিনি বিক্রি করতে না পারে, সেজন্য এই বাজার অভিযান অব্যাহত রয়েছে।#

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন