Daily News BD Online

কন্যা সিনেমায় নাম ভূমিকায় ইরা


বিনোদন ডেস্ক :
কন্যা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন ইরা শিকদার। সিনেমাটির  গল্প, কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছন রফিকুল ইসলাম খান। সিনেমাটি প্রযোজনা করছে এইচ, আর ফিল্মস ইন্টারন্যাশনাল ।

ইরা শিকদার বলেন কন্যা সিনেমার কন্যা চরিত্রটিতে আমি অভিনয় করছি। সিনেমার গল্পটি গড়ে উঠেছে ৯০ দশকের প্রেক্ষাপটকে কেন্দ্র করে।  আশা করি দর্শকদের অনেকদিন পর এরকম প্রেক্ষাপটের গল্পের সিনেমা ভালো লাগবে।   

ফরিদপুরের রাজবাড়িতে সিনেমাটি শুটিং শুরু হয়েছে।  ২০ জুন থেকে ২৭ জুন পর্যন্ত টানা শুটিং চলবে। কন্যা সিনেমায় অন্যান্য চরিত্রে  অভিনয় করছেন শেখ হারুন,  অভি, আঁকিব মারুফ, রেবেকা, ববী, নিশু, নদী, এলিম, আরিয়ান, শাহানাজ, বাদল।

এছাড়া ইরা শিকদারের আরো তিনটি সিনেমার কাজ শেষ হয়েছে।  তার মধ্যে  লগ আউট, ভালোবাসি তোমায় সিনেমার কাজ পুরোপুরি শেষ হয়েছে।  আর বন্ধু তুই আমার সিনেমাটির কাজ প্রায় শেষের পথে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন