নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কেন্দ্রীয় কালিবাড়ীতে এ প্রতিযোগিতার আয়োজন করেন নাগরপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদ। নাগরপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাম কৃষ্ণ সাহার সঞ্চলনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ন শীল। বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, জীবন কৃষ্ণ চক্রবর্তী ও তপন চক্রবর্তী। এ সময় কেন্দ্রীয় কালিবাড়ীর সদস্য ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দসহ প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
দুইটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় শ্রেনী থেকে সপ্তম শ্রেনী ও অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জনকে জেলায় পাঠানো হবে। উপজেলা, জেলা ও সর্বশেষে কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পদক, প্রাইজমানি ও প্রশংসাপত্রসহ ক্রেস্ট প্রদান করা হবে।