Daily News BD Online

বড় আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান কতৃক গ্রাম পুলিশকে মারডাং থানায় অভিযোগ


আনোয়ার হোসেন, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি :

চেয়ারম্যান মারডং করল গ্রাম পুলিশকে ।ঘটনাটি উপজেলার অপরাধের অভয়ারণ্য আলমপুর ইউনিয়নে।  থানার অভিযোগ সুত্রে জানা গেছে আলমপুর (ষোলঘরিয়া)  গ্রামের মৃত্যু বদিউজ্জামানের পুত্র শফিকুল ইসলাম উক্ত ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য । পরিবারের সদস্য বেশি হওয়ায় কারনে চাকরির সময় শেষ করে অবসর সময়ে ভ্যান চালিয়ে কষ্টে জীবিকা নির্বাহ করে । গত ১০ আগস্ট বৃহস্পতিবার বেলা বারোটার সময় আমার ভ্যানটি নিয়ে ইউনিয়ন পরিষদে কর্মস্থলে যাই ইউনিয়ন পরিষদ মাঠে যাওয়া মাত্রই সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান  সাবেক  চেয়ারম্যান ইদ্রিস আলীর পুত্র চেয়ারম্যান সেলিম মিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে ভ্যানের উপর  দাড় করাইয়া ছবি ওঠানোর চেষ্টা করে। আমি অনুরোধ করলে আমার সরকারি পোশাকের কলার ধরে চেয়ারম্যানের অফিস কক্ষে নিয়ে যায় । এ সময় পোশাকের দুটি বোতাম ছিড়ে   ফেলে ।।এরপর শুরু হয় বেতের লাঠি দ্বারা এলোপাথাড়ি মারডং । এ সময় আমার আর্তচিৎকারে সহকর্মী ও স্হানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে কয়েক ঘন্টা চিকিৎসা গ্রহণ করে বাড়িতে চলে যাই ।সরকারি পোশাক ছেড়া এবং ডিউটিরত অবস্থায়  মারডং করার অপরাধে থানায় অভিযোগ দায়ের করি।  শফিকুল ইসলাম যানায় চেয়ারম্যান অত্যন্ত ধণাঢ্য ব্যক্তি বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।উল্লেখ্য  যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রাথীকে পরাজিত করে সেলিম মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন