Daily News BD Online

শেরপুর জেলার বাজুস নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা ঝিনাইগাতীতে অনুষ্টিত


গোলাম রব্বানী-টিটু (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার বিকালে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন(বাজুস)শেরপুর জেলার নব নির্বাচিত কমিটিকে ঝিনাইগাতী বাজুস সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ঝিনাইগাতী উপজেলার জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি দুদু মন্ডলের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি বাবু চন্দন কুমার ঘোষ, বিশেষ অতিথি হিসাবে শেরপুর জেলার সভাপতি ইলিয়াছ আলী, সজল কর্মকার সহ স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইগাতী সংগঠনের সাবেক সভাপতি জহুরুল হক প্রমুখ । ঝিনাইগাতী জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ইমন অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন । অনুষ্ঠানে শুরতেই অতিথিদ্বয়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয় । পরে সন্ধ্যার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বাংলাদেশ ঝিনাইগাতী জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সকল সদস্যরা উপস্থিত ছিলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন