Daily News BD Online

নাচোলে আম চাষীদের সাথে মতবিনিময় সভা-অতিরিক্ত সচিবের


চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলায় আম চাষীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রপ্তানিযোগ্য আম উৎপাদন, বিপনন ও বাজারজাত করণের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । শনিবার  সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ এর নাচোল উপজেলায়, মোঃ রফিকুল ইসলাম এর আম বাগানে (কন্দুয়া ঘাসুড়ায়) এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাহবুবুল হক পাটওয়ারী(অতিরিক্ত সচিব, পরিকল্পনা অনুবিভাগ,কৃষি মন্ত্রণালয়)। আম সংরক্ষণের পদক্ষেপ এর বিষয়ে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, আম সংরক্ষণের চেয়ে আমের সিজনটাকে লম্বা করার পরিকল্পনার কথা জানান।এ ছাড়াও অস্ট্রেলিয়া এবং ইউএসএ এর মার্কেটে আম রপ্তানির বিভিন্ন পদক্ষেপের কথা জানান এবং আগামী তিন বছর এর মধ্যে কৃষিপন্য রপ্তানির ক্ষেত্রে আম প্রধান পন্য বলে বিবেচিত হবে তাতে করে কৃষিপন্য রপ্তানি আয় অনেক বৃদ্ধি পাবে । তিনি আরও বলেন আগামী পাঁচ বছরের মধ্যে কৃষি রপ্তানিকে পাঁচ বিলিয়ন ডলার নিয়ে যাবো। সব শেষে  তিনি রপ্তানিযোগ্য আম উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধ করেন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময়  আরো উপস্থিত ছিলেন, সুজয় চৌধুরী (উপসচিব)পরিকল্পনা-৭ শাখা, কৃষি মন্ত্রণালয়,মোঃ আরিফুর রহমান( উপ-পরিচালক)প্রকল্প পরিচালক ও রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প,মোহাইমিনা শারমীন উপজেলা নির্বাহী অফিসার,নাচোল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দূর নুর, কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম এবং আম চাষীসহ স্হানীয় ব্যাক্তিবর্গ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন