Daily News BD Online

বহুতল ভবনে রূপান্তর হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মডেল স্কুল



এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রাচীনতম বালিকা বিদ্যাপীঠ সরকারি মডেল বালিকা উচ্চ বিদ্যালয় (মডেল স্কুল) বহুতল ভবনে রূপান্তর হতে যাচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে ছয় তলাবিশিষ্ট নতুন একাডেমিক ভবন।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বিদ্যালয়ের নতুন এই একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।

প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ায় বালিকাদের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী মডেল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই সার্বিক কার্যক্রম নান্দনিক ডিজাইন আর কারুকার্য মণ্ডিত টিনের চালাঘরেই পরিচালিত হয়ে আসছে। সময়ের পরিক্রমায় শিক্ষার্থীর আধিক্য সত্ত্বেও অবকাঠামো বর্ধিত না হওয়ায় শিক্ষার্থীদের পাঠদানসহ যাবতীয় কার্যক্রম পরিচালনায় বিদ্যালয় কর্তৃপক্ষকে যথেষ্ঠ বেগ পেতে হচ্ছিলো। অবকাঠামো উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করে আসছিলেন দীর্ঘদিন ধরেই। এরই প্রেক্ষিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতাভূক্ত হয় সরকারি মডেল বালিকা উচ্চ বিদ্যালয়। উক্ত প্রকল্পের আওতায় ৯ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে ছয় তলাবিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ণের প্রকল্প গ্রহণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপণোপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদা আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন আকন্দ, প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, অর্থ সম্পাদক মোশারফ হোসেন বেলাল, গ্রন্থাগার সম্পাদক এইচ.এম. সিরাজ, কার্যকরি সদস্য ফরহাদুল ইসলাম, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান, সাংবাদিক মজিবুর রহমান খান, আজিজুর রহমান পায়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান প্রমুখ।

সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন মৃধার উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, নির্মাণ কাজ বাস্তবায়ণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের লিটন ও লোকমান, অভিভাবকদের মধ্যে শেখ মো. আজিম, আতিকুল হক, আবুল কালাম প্রমুখরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার নতুনভাবে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন