Daily News BD Online

ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল


এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড জড়িতের বিচার ও ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারস্থ জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌরমুক্ত মঞ্চ ময়দান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে কাউতলী বাসস্ট্যাণ্ডে গিয়ে  সমাবেশে মিলিত হয়।

হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমীসহ অন্যান্যরা বক্তৃতা করেন প্রমুখরা ।

 


সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ন্যাক্কারজনক এই হত্যাকাণ্ডের সাথে ইসকন'র যারাই জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ইসকনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এটি নিষিদ্ধের দাবি জানান বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন