Daily News BD Online

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন



বুড়িচং প্রতিনিধি
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগাীর শুদ্ধতা। উক্ত প্রতি  বিষয়কে সামনে নিয়ে সোমবার ৯ ডিসেম্বর  বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে
আন্তর্জাতিক  দুর্নীতি বিরোধী দিবস উদযাপন  উপলক্ষে  উপজেলা পরিষদের মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
পরে দুর্নীতি প্রতিরোধ দিবসের তাৎপর্য নিয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তার  সম্মেলন কষ্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার

  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান ও ইউ আর সি এ ইন্সট্রাক্টর মোস্তফা কামাল। বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ শাহজাহান হান ভূঁইয়াআনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলামউপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও শ্রীমন্তপুর এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন। বুড়িচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন মাস্টার, বুড়িচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামশেদ আলম ভূঁইয়া, আরাগ আন্দপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ, রামপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলী আহমদ, বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির আহমদ, কালীনারায়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, ফজর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম খান, স্কাউটস লিডার মোঃ কামরুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কবির হোসেন বিপ্লব। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ এবং বিভিন্ন  বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন