Daily News BD Online

কালিয়াকৈরে ২ জনের লাশ উদ্ধার



মোঃমাইনুল সিকদারঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর বক্তার পুর এলাকা থেকে সিয়াম হোসেন(২০)এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত সিয়াম হোসেন রংপুর জেলার মিঠাপুকুর থানার খুরাগাছ গ্রামের আবু সাইদের ছেলে। নিহত সিয়ামের বাবা আবু সাইদ বলেন, আমার ছেলে ও ছেলের বউ রুমা আক্তারকে বক্তার পুর এলাকায় আমাদের সাথে ভাড়া বাসায় থাকতো। আমি এবং সিয়ামের মা চাকরি করি। চাকরির সুবাদে রাতে ডিউটিতে চলে যাই। ভোরে সংবাদ পাই আমার ছেলে সিয়াম গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে। কালিয়াকৈর থানা পুলিশের উপর পরিদর্শক আবুল কালাম আজাদ জানান সকালে সংবাদ পেয়ে নিহতের মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে কালিয়াকৈর থানায় অপ মৃত্যু দায়ের করা হয়েছে।
অপর দিকে উপজেলার মেদি কাঞ্চনপুর গ্রামে, ধানের চারা রোপনের কাজে এসে  আতর আলী (৫০) নামের এক দিনমুজুর হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।নিহত আতর আলী গোপালপুর জেলার মৃত বাহাস উদ্দিনের ছেলে বলে জানিয়েছেন, কালিয়াকৈর থানার পুলিশের উপর পরিদর্শক আবুল কালাম আজাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন