এ.বি.এম.হাবিব : নওগাঁয় সরকারি পুকুর লিজ নিতে না পারায় লিজ প্রাপ্ত ব্যাক্তিকে প্রাণনাশের চেষ্টা করে, সে দৌড়ে আত্নরক্ষা করলে, তার মটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত্রী অনুঃ ১.২০ ঘটিকার সময় নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ফতেপুর সরদার পাড়া গ্রামে। উক্ত বিষয়কে কেন্দ্র করে ভুক্তভোগী মোঃ সাকিল সরদার গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নওগাঁ সদর মডেল থানায় ৪ জনকে অভিযুক্ত ও আরও ৩/৪জনকে অজ্ঞাতনামা করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো, নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের মোঃ রুবেল হোসেন (৮নং ওয়াড যুবলীগের সহ সভাপতি), পিতা মোঃ নুরুজ্জামন, সাং ফতেপুর বাহাদুরের মোড়। মোঃ হাসেন আলী, পিতা মৃত রবিউল ইসলাম রবি, সাং ফতেপুর বাজার। মোঃ মিলন হোসেন, পিতা মোঃ লেদু, সাং ফতেপুর পূর্বপাড়া। মোঃ চান, পিতা মৃত রবিউল ইসলাম রবি, সাং ফতেপুর বাজার, সর্ব থানা ও জেলা নওগাঁ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ মাস পূর্বে ছিটকিতলা মৎসজীবি সমবায় সমিতির সদস্য হিসাবে সরকারী বিধি মোতাবেক তিন বছরের জন্য ফতেপুর বিবির পুকুর নামক ৮৫ শতাংশ জলাশয় লিজ নিয়ে সেখানে মাছ চাষ করে আসিলো ভুক্তভোগী মোঃ সাকিল।
উপরোক্ত অভিযুক্তরা উক্ত জলাশয় লিজ নিতে না পারায় হিংসার বসভুতি হয়ে ভুক্তভোগী মোঃ সাকিলকে বিভিন্ন ধরনের হুমকি,ধামকি দিতে থাকে। তাদের কথায় কর্নপাত না করে বিষয়টি এড়িয়ে যায় সাকিল।
পরবর্তীতে গত ৪ সেপ্টেম্বর আনুমানিক রাত্রী অনুমান ১:২০ ঘটিকার সময় সাকিল মটর সাইকেল যোগে পুকুর দেখার জন্য গেলে,পূর্ব থেকে উৎপেতে থাকা উক্ত অভিযুক্তরাসহ অজ্ঞাতনামা ৩/৪জন ধারালো হাসুয়া, ধারালো চাকু, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুকুরে অনাধিকার প্রবেশ করে সাকিলকে অম্লীল ভাষায় গালিগালাজ এর পাশাপাশি এক পর্যায়ে ধাওয়া করলে ভুক্তভোগী প্রাণের ভয়ে দৌড় দেয়। পরবর্তীতে অভিযুক্তরা ভুক্তভোগী সাকিল সরদারকে না পেয়ে, তার মটর সাইকেল দেখতে পেয়ে তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেয়। যে গাড়িটির মডেল- গাজী ১২৫ সিসি (কালো), রেজি- ঢাকা মেট্রা- হ- ৪৯-০৩৩৩ , চেচিস নং-LC6PCJF63C0000999, ইঞ্জিন নং- 156FMIC2H00044।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ সাকিল সরদার বলেন, এই পুকুরটা অভিযুক্তরা লিজ নেওয়ার জন্য অনেক চেষ্টা করেও পায়নি। তিনি লিজ নেওয়ার পর থেকেই তারা, তার পেছনে উঠে পড়ে লেগেছে এবং পুকুরটি ছেড়ে দেওয়ার জন্য নানান রকমের প্রাণনাশের হুমকি তারা দিয়ে আসছে। কিন্ত তিনি যেহেতু আইনগতভাবে পুকুরটি লিজ নিয়েছেন, সে জন্য তাদের কথায় কান দেন নাই বলে জানান। অবশেষে তারা তার এতোবড় ক্ষতিটা করলো। বর্তমানেও উক্ত অভিযুক্তরা তাকেও তার পরিবারকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং পুকুরের একটা মাছও তার ঘরে নিতে দেবে না বলে শাসাচ্ছে । তিনি বলেন, আইনকে শ্রোদ্ধা করে এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন। তিনি এর সঠিক বিচারের দাবী জানান তিনি। তার বিশ্বাস আইন কখনোই অন্যায়কারীকে ছাড় দেয়না।
স্থানীয়রা জানান, উক্ত অভিযুক্তরা এলাকার মাদক ব্যাবসায়ী এবং মারাত্বক সন্ত্রাসী। এলাকার ছোট ছোট ছেলেদেরকেও এই মাদক দিয়ে সমাজটা নষ্ট করে ফেলছে এই সন্ত্রাসীরা। তাদের মন যা চায়,তাই করে বেড়ায়। কেহ প্রতিবাদ করলেই, তাকে মারপিট ও ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করবেই। লোকজনের ঘর থেকে জোরপূর্বক গরু নিয়েও বিক্রয় করে। তাদের বিরুদ্ধে বর্তমানেও ৫/৬ টি মাদক মামলা রয়েছে। কিছুদিন পূর্বেই জেল থেকে বেড়িয়ে এসেই, এলাকায় এধরণের অত্যাচার শুরু করে দিয়েছে। তাদের এ ধরনের ভয়ংকর কর্মকাণ্ডে এলাকাবাসী সব সময় আতংকে থাকে। তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি সেজে এসব কর্মকাণ্ড করে বেড়ায়। তাদের মাদকের ব্যবসার টাকার কাছে, বহু প্রতিবাদীরা হ্যারমানতে বাধ্য হয়ে যায়। এলাকার জনপ্রিয় তিলকপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ জগলু হোসাইন মিঠু, ছোট ছোট ছেলেদের মাদকাক্ত দেখে এলাকার সকল মুরব্বীদের ও নওগাঁ সদর মডেল থানার পুলিশদের ডেকে এনে সচেতন মুলক মাদক বিরোধী বৈঠক করেন এবং স্থানীয় সকল পিতা,মাতাকে বলে দেন, তাদের ছেলেরা যেন রাত ৮টার পর থেকে বাহিরে বা কোন জঙ্গলে,রাস্তারধারে বা কোন দোকানে যেন না দেখা যায়। রাত ৮টার পর বাড়িতে পড়ার টেবিলে যেন থাকে। এগুলো উদ্যোগ নেওয়ার কারণে মেম্বারকেও এই সন্ত্রাসীরা মারপিট করে, এবং ভয়ভীতি দেখিয়ে তার সরকারি ভাবে লিজ নেওয়া ২টি পুকুরও তারা জোরপূর্বক জবরদখল করে রেখেছে এই সন্ত্রাসবাহিনীরা। মেম্বার পুকুরে গেলেই, বড় ধরনের ক্ষয়-ক্ষতির সম্মুখিন হওয়ার আশংকায়, জগলু মেম্বার এখনো তার সরকারি ভাবে লিজ নেওয়া পুকুরে যেতে পারছে না,এমন বহু অভিযোগ স্থানীয়রা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দেন এবং এর প্রতিকার চেয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকায় শান্তি রক্ষার্থে কঠোর আইনগত ব্যাবস্থার দাবী জানান।
এ বিষয়ে তদন্তকারি কর্মকর্তা এস.আই মোঃ হারুন অর রশিদ বলেন, অভিযোগ সূত্রে, ঘটনার স্থানটি পরিদর্শন এর পাশাপাশি তথ্য সরংগ্রহ করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
