এই গণজোয়ারকে রুখার মতো আর কোনো শক্তি নড়াইল-২ আসনে নাই -এমপি প্রার্থী বাচ্চু


নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু প্রতিনিয়ত ব্যাপক গণসংযোগ করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইল শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারে গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমুসহ দলীয় নেতাকর্মীরা।

নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে লোহাগড়া উপজেলা এবং সদরের আংশিক নির্বাচনী এলাকার প্রতিটি হাট-বাজার, রাস্তাঘাটসহ লোকালয়ে গণসংযোগ করেছি। এখন শহরের রূপগঞ্জ বাণিজ্যিক কেন্দ্রে গণসংযোগ করছি। সর্বত্র মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তাদের একটাই কথা-নড়াইল-২ আসনে অনেককেই ভোট দিয়েছি। সব জায়গায় ভোট দিয়ে আশায় ঘর বেঁধে, সেই আশার ঘর ভেঙ্গে বারবার চুরমার হয়েছে। আমরা এবার ভিন্ন কিছু একটা দেখতে জামায়াতকে আগামি নির্বাচনে জয়ী করতে চাই। 

এবার যেভাবে গণজোয়ার তৈরি হয়েছে-আবাল, বৃদ্ধ, বণিতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, পেশাজীবী, সুশীল সমাজ, ছাত্র, যুবক, তরুণ-সবার মধ্যে একটাই কথা নড়াইল-২ আসনে আগামি নির্বাচনে দাঁড়িপাল্লা বিজয়ী হবে। আমরা সেই ভাবে কাজ করে এগিয়ে যাচ্ছি। এই গণজোয়ারকে রুখার মতো আর কোনো শক্তি নড়াইল-২ আসনে নাই। উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে নড়াইল-২ আসনকে গড়তে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন