রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্তর মোর এলাকায় স্ট্রোকজনিত কারণে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জেলার গোয়ালন্দ উপজেলার অন্তর মোর এলাকায় বাৎসরিক ট্যাক্স আদায় কালে গ্রাম পুলিশ আব্দুর রহমত মন্ডল অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যা গেলে তার মৃত্যু হয়। সে পশ্চিম ছোট ভাকলা গ্রামের মৃত আহমদ শেখের ছেলে।
জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে কর্মরত গ্রাম পুলিশ আব্দুর রহমত মণ্ডল অন্তরমোর এলাকায় ইউনিয়ন পরিষদের বাৎসরিক ট্যাক্স সংগ্রহকালে হঠাৎ অসুস্থ (স্ট্রোকজনিত) হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে কাটাখালি বাজারে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে পরবর্তীতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
Tags
রাজবাড়ী
