মো: লুৎফর রহমান (খাজা শাহ্): ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) মতিঝিল বিভাগের মো: নাজমুল হায়দার এর দিকনির্দেশনায় ডিএমপি পল্টন মডেল থানার অফিসার-ইনচার্জ কাজী মো: নাসিরুল আমীন এর নেতৃত্ব্বে থানাধীন গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ইনচার্জ এস. আই তন্ময় কুমার বিশ্বাস, এ এস. আই মোঃ কামরুজ্জামান, এএস আই কে এমং মারমা ও এএস আই মো: সাইদুর রহমান সংগীয় ফোর্সদের নিয়ে অপরাধ দমন-মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০হাজার ৫শ টাকার গাঁজা, হেরোইন, ও মটরসাইকেল উদ্বার সহ চুরি, দশ্যুতা, ছিনতাই, প্রতারণাসহ বিভিন্ন অপরাধের দায়ে গত ১লা আগষ্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী ১শ ৪৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে। ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তা এক স্বাক্ষাতে এ প্রতিবেদক দৈনিক নব অভিযান এর সহকারী সম্পাদক, ডেইলী নিইজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক ও সমাধান টিভি২৪.কম এর ব্যবস্থাপনা পরিচালক মো: লুৎফর রহমান (খাজা শাহ্) কে জানান উল্লেখিত সময়ের মধ্যে আগস্ট মাসে ১৪ জন, সেপ্টেম্বর মাসে ২০ জন এবং অক্টোবর মাসে ১৫ জন ছিনতাইকারী সহ মোট ৪৯ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্নমেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া, উল্লেখিত সময়ে চাকু, ব্লেড, লোহার রড সহ ৭ জন, মোটর সাইকেলসহ চোর ৪জন, মলমপার্টি ১জন, গ্রেফতারী পরোয়ানায় ১০জন, নিয়মিত মামলায় ১১জন, দশ্যুতা ও ছিনতাই এর দায়ে ৪৯জন সহ মোট ১শ ৪৩ জন কে গ্রেফতার করেছে। উল্লেখ্য যে, গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সএর নিয়ন্ত্রাণাধীন খদ্দর মার্কেট, স্টেডিয়াম মার্কেট, গোলাপ শাহ্ মাজারের একাংশ বায়তুল মোকারম গেইট, মাওলানা ভাসানী স্টেডিয়াম মার্কেট, জিপিও, ট্রেড সেন্টার মার্কেট ও তার আশপাশ এলাকা, মতিউর রহমান পার্ক এলাকা সমূহে উল্লেখিত অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযান সমূহ পরিচালনা করা হয়েছে বলে ডিএমপির সংশ্লিষ্ট সূত্রে জানাযায়।
Tags
জাতীয়
