মল্লিক জামাল নিজস্ব প্রতিবেদকঃ-
তীব্র শীতে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মুগদা থানা ৬ নং ওয়ার্ড শাখা। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ মহতী উদ্যোগে নেতৃত্ব দেন মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক মিরাজ হোসেন তুষার।কম্বল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন। সারোয়ার হোসেন বিজয়, সিনিয়র যুগ্ম আহবায়ক, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল
নাজমুল ইসলাম নিশাদ, সদস্য সচিব, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল,মো: রাসেল মিয়া, যুগ্ম আহবায়ক,মো :সোহেল রানা, যুগ্ম আহবায়ক,মো: বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক,মো : রুবেল হাওলাদার, যুগ্ম আহবায়ক রিফাত চৌধুরী, যুগ্ম আহবায়ক
এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন। নেতৃবৃন্দ এ সময় বলেন, সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখে স্বেচ্ছাসেবক দল তাদের সাধ্যমতো সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে।
