মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুর ৩টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করার সময় একটি অজগর সাপ দেখতে পেয়ে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার তাৎক্ষণিকভাবে স্থানীয় অনিক দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তারা নিশ্চিত করেন—উদ্ধার হওয়া সাপটি অজগর প্রজাতির।
উদ্ধারের পর অজগরটিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ শেষে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বন্যপ্রাণী রক্ষায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলসহ পার্বত্য ও বনাঞ্চল এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
