ঝিনাইদহে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভা


সুলতান আল এনাম,  ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নেতাকর্মীরা বাড়ি বাড়ি ও উঠানে গিয়ে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় বক্তারা বলেন, ধানের শীষের প্রার্থীরা নির্বাচিত হলে প্রতিটি পরিবারে উপকারভোগীদের জন্য ২ ধরনের কার্ড দেওয়া হবে—মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং পুরুষদের জন্য কৃষি কার্ড। এসব কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়ার বিষয়টি উপস্থিত জনতার সামনে তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ সভাপতি ও সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাবিক আহমেদ বাপ্পি, সদর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ, মধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি লালসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন