চট্টগ্রামে সবজির দেখা মিললেও দাম চড়া! স্বস্তি নেই পেঁয়াজের ঝাঁজে



রনজিত কুমার শীল, চট্টগ্রাম : দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাজারে প্রতিনিয়তই আসছে শীতকালীন সবজি। চট্টগ্রামের বাজারগুলোতে সব ধরনের সবজির দেখা মিললেও দাম কমেনি। শুধু সবজি নয়, সপ্তাহের ব্যবধানে স্বস্তি নেই পেঁয়াজের ঝাঁজেও। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) নগরের চকবাজার, কাজীর দেউড়ি, রেয়াজউদ্দিন বাজার ও বহদ্দারহাট কাঁচাবাজারে দর যাচাই করে এ তথ্য পাওয়া গেছে। বাজারে টমেটো ১০০ থেকে ১৫০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, কাঁকরোল, দেশি পটল, দেশি গাজর, দেশি শসা, ছোট করলা প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স, চিচিঙ্গা, কচুর লতি, কচুরমুখী, লাউ, চাল কুমড়া ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি-বাঁধাকপি ৪০ থেকে ৬০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের মতোই আছে। আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৫০ টাকা, প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকা, ধনেপাতা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ পাইকারিতে প্রতিকেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু দুইদিনে কেজিতে অন্তত ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। বাজারে ব্রয়লার মুরগি ১৪৫ থেকে ১৫০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকা, লেয়ার ৩০০ টাকা, দেশি মুরগি ৫৫০ থেকে ৫৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। হাঁসের মধ্যে দেড় কেজি ওজনের প্রতি পিস দেশি হাঁস ৫০০ টাকা, দুই কেজি ওজনের চীনা হাঁস প্রতি পিস ১ হাজার থেকে ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৯০০ টাকা, খাসির মাংস ১২০০ টাকা এবং ছাগল ১১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ডজন লাল ডিম ১২০ টাকা থেকে কমে ১১০ টাকা, সাদা ডিম ১২০ থেকে ১২৫ টাকা ও দেশি হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছের মধ্যে লইট্যা ১৮০ থেকে ২০০ টাকা, কোরাল ৭০০ থেকে ৯০০ টাকা, আইড় ৬০০ থেকে ৭৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৭৫০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া খাল-নদী ও চাষের মাছের মধ্যে রুই ও কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, ছোট আকারের পাবদা ৪০০ টাকা, মাঝারি সাইজের ৫০০ থেকে ৬০০ টাকা, শিং ৪০০ থেকে ৫০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা, পুঁটি ২০০ থেকে ২৫০ টাকা, সরপুঁটি ৩০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া বড় সাইজের ২৫০ থেকে ৩০০ টাকা, নাইলেটিকা ২২০ থেকে ২৮০ টাকা, কৈ ২০০ থেকে ২২০ টাকা এবং পাঙ্গাস ও সিলভার কার্প ১৮০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন