সৌদি আরবে সফলভাবে শেষ হলো তিনদিনব্যাপী ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’


বাংলাদেশ–সৌদি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের বাণিজ্য সহযোগিতার নতুন দিগন্তের সূচনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন করা হয়েছে ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো – সৌদি আরব এডিশন ২০২৫’।  গত বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সৌদি আরবের জেদ্দায় র‍্যাডিসন ব্লু প্লাজা হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।  

র‍্যাডিসন ব্লু হোটেলে তিনদিনব্যাপী মেইড ইন বাংলাদেশ এক্সপো – সৌদি আরব এডিশন ২০২৫ আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ কূটনীতিক, সৌদি আরবের ব্যবসায়ী–বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


মেইড ইন বাংলাদেশ এক্সপো – সৌদি আরব এডিশন ২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার কনসাল জেনারেল মি. মোঃ সাখাওয়াত হোসেন, এবং কমার্শিয়াল কাউন্সিলর সাইয়েদা নাহিদা হাবীবা। তাঁদের সঙ্গে ছিলেন Made in Bangladesh প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ লিটন আহম্মেদ এবং উপস্থিত সকল বিশিষ্ট অতিথিবৃন্দ। তারা যৌথভাবে ফিতা কেটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলাদেশ–সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাঁচ দশক পেরিয়ে আজ নতুন মাত্রা লাভ করেছে। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার এবং রেমিট্যান্স উৎস দেশ। অন্যদিকে বাংলাদেশ সৌদি আরবের জন্য একটি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন তাঁর বক্তৃতায় বলেন, “বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়—এটি দুই দেশের মানুষের হৃদয়ের সম্পর্ক। ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ এই সম্পর্ককে আরও শক্তিশালী করবে।”

কমার্শিয়াল কাউন্সিলর সাইয়েদা নাহিদা হাবীবা বলেন, “সৌদি ভিশন ২০৩০–এর সঙ্গে বাংলাদেশের শিল্প, কৃষি, প্রযুক্তি এবং মানবসম্পদ খাতের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। এ ধরনের এক্সপো দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা বহুগুণে বাড়াবে।”


আয়োজক প্রতিষ্ঠান Made in Bangladesh Expo – এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ লিটন আহম্মেদ বলেন, “বাংলাদেশ এখন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ উৎপাদন ও রপ্তানি হাব। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী করতে এই এক্সপোর গুরুত্ব অপরিসীম।”

সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসী ভাই-বোনদের প্রতি আমাদের আন্তরিক আমন্ত্রণ রইল—আপনাদের সবাইকে আমাদের ইন্টেরিয়র স্টুডিওর স্টলে স্বাগতম।

দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাসীর কাছে নিরাপদ ও সুস্থ জীবনের বার্তা পৌঁছে দিতে খাস ফুড হাজির হয়েছে “মেড ইন বাংলাদেশ এক্সপো – সৌদি আরব এডিশন ২০২৫”–এ! 

বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার এই যাত্রার অংশ হতে পেরে আমরা একইসাথে আনন্দিত ও গর্বিত।


বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা মনে করছেন, এই এক্সপো GCC বাজারে বাংলাদেশি পণ্য সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

উদ্বোধনী বক্তারা উল্লেখ করেন, এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি।

শ্রমবাজার, বাণিজ্য, উম্মাহভিত্তিক সহযোগিতা, শিক্ষা–সংস্কৃতি এবং উন্নয়ন সহযোগিতায় দুই দেশ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হবে বলে তাঁদের প্রত্যাশা।


এক্সপোর মাধ্যমে সৌদি ব্যবসায়ীগণ বাংলাদেশের পণ্যের মান, বৈচিত্র্য ও প্রতিযোগিতামূলক সক্ষমতা প্রত্যক্ষ করছেন—যা ভবিষ্যৎ আমদানি চুক্তি ও বিনিয়োগের নতুন দরজা খুলে দেবে।

জেদ্দায় অনুষ্ঠিত Made in Bangladesh Expo™ – Saudi Arabia Edition 2025 শুধু একটি বাণিজ্য প্রদর্শনী নয়; এটি দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার একটি কৌশলগত উদ্যোগ।

বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা এবং সৌদির বাজার সম্প্রসারণের সুযোগকে একীভূত করে এই এক্সপো বাংলাদেশ–সৌদি অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে—এমনটাই মনে করছেন অংশগ্রহণকারী ব্যবসায়ী ও কূটনীতিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন