হাফেজ নজরুল : কুমিল্লার হোমনায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা আক্তার এর মৃত্যু হয়েছে । বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজার বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা। তাদের স্থায়ী বাড়ি বরিশাল জেলার ওজিরপুর উপজেলার তেরদ্রন পুটিয়া গ্রামে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইজা সকালে মায়ের সঙ্গে বড় ভাইকে টিউলিপ স্কুলে দিতে আসে। সে স্কুলের সামনের রাস্তায় হঠাৎ চলে গেলে দ্রুতগতিতে প্রবেশ করা এসিল্যান্ডের গাড়িটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুটফুটে এই শিশুটির। মর্মান্তিক দৃশ্যটি দেখে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। তিনি অভিযোগ করে বলেন, “গাড়িটি খুব দ্রুত আসছিল। চোখের পলকে আমার সন্তান চলে গেল।”
দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেন–এর মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে পৌঁছান। সেখানে শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের বলেন, “ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। বিষয়টি জানামাত্র ছুটে আসি। শিশুটি আমার নিজের সন্তানও হতে পারত। ন্যায়বিচারের জন্য যা প্রয়োজনে আমি করবো।”
ফাইজার বাবা গাড়িচালককে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন,“এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
এদিকে ড্রাইভারের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জনতা।
স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানান।নিষ্পাপ শিশু ফাইজার অকাল মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া ।
