ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা


ধর্মপাশা ( সুনামগঞ্জ)  প্রতিনিধি :

সুনামগঞ্জের ধর্মপাশায় বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সঞ্জয় ঘোষ শনিবার ৬ ডিসেম্বর  দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অবৈধ মাটি উত্তলন,পরিবেশ বিরোধী কাজ এবং কৃষি জমির উর্বরতা নষ্টের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সকালের দিকে পাইকুরাটী ইউনিয়নের ধর্মপাশা ও বারহাট্রা উপজেলার সীমান্তবর্তী পাইকুরাটী - কাশিকোনা এলাকায় বেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালালে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অতলা বিল এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

দুপুর বেলায় হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে একটি মিনিট্রাককে ২ হাজার টাকা জরিমানা করেন। 

এক অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার ( ভূমি)  পুলিশ ফোর্স নিয়ে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে বালিয়া মাসকান্দা এলাকা থেকে অবৈধ ভাবে মাটি কিনে ইট ভাটায় আনার দায়ে যাচাই বাছাই করে অভিযোগ প্রমানিত হওয়ায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর আওতায় ইট ভাটার মালিককে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। 

সহকারী কমিশনার ( ভূমি)  সঞ্জয় ঘোষ বলেন, অবৈধ মাটি কাটাসহ পরিবেশ ধ্বংসকারী সকল কর্মকান্ডের বিরুদ্ধে ধর্মপাশা ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন