নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া বিলের ফসলি জমি অবৈধ ভাবে দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মোচড়া বিলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-মঈনউল হাসান, পলি বেগম, রিয়াজুল আলম, ফাখন মুন্সীসহ অনেকে।
বক্তারা বলেন, নড়াইলের মোচড়া গ্রামের রফিক শেখ দীর্ঘদিন ধরে বিলের তিন ফসলি জমি অবৈধ ভাবে দখল করে কোনো জমি খনন করেছেন। কোনো জমি ভরাট করেছেন। আবার বাঁধ নির্মাণ করে বিলের স্বাভাবিক পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এতে মোচড়া, গন্ধবাড়িয়াসহ আশোপাশের বেশ কয়েকটি গ্রামের কৃষক ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। প্রায় এক হাজার একর জমিতে ধান, পাট, রবিশষ্য চাষাবাদ বন্ধ হয়ে গেছে। এ কারণে প্রায় ১০০ কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন।
আমরা অতিদ্রæত প্রশাসনের কাছে এসব ফসলি জমি রক্ষার আবেদন জানাচ্ছি।
