টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : ঐতিহ্যবাহী টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন টঙ্গী সাংবাদিক ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, গাছা প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ খান খান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম।

টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহজালাল দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সুমনসহ সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২ বছরের পথচলার সাফল্যের প্রশংসা করেন এবং সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে ক্লাবের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, টঙ্গী সাংবাদিক ক্লাব দীর্ঘদিন ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

অনুষ্ঠান শেষে টঙ্গী ও গাজীপুরে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, আগামীতেও টঙ্গী সাংবাদিক ক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন