বান্দরবানের শহরে বাসষ্ট্যান্ড এলাকা থেকে দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ


বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। 

তবে উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেড আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত গ্যাস গ্রেনেড বলে জানিয়েছেন পুলিশ সুপার।

শনিবার দুপুর বারোটার দিকে শহরে বাসষ্ট্যান্ড ব্রীজের পাশে এই দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন শনিবার দুপুর বারোটার দিকে দুটি বাচ্চা শহরের বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় গ্রেনেড দুটি নিয়ে আসার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে অবিস্ফোরিত গ্যাস গ্রেনেড দুটি উদ্ধার করে।

উদ্ধারকৃত গ্রেনেড দুটি সম্পর্কে  শিশু তামিম ও শিমুল হক জানায়, তারা খেলা করতে গিয়েছিলো সেখানে অতঃপর   একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় কিছু দেখতে পেয়ে তারা ব্যাগটি সংগ্রহ করে, পরবর্তীতে শপিং ব্যাগটি খুলে দেখে কালো বোতল জাতীয় কিছু রাখা আছে। 

ব্যাগটি নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে গ্রানেড দুটি উদ্ধার করে।

এ-বিষয়ে বান্দরবান জেলা  পুলিশ সুপার আবদুর রহমান জানান, যে দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়েছে, সেগুলো মূলত পুলিশের ব্যবহৃত গ্যাস গ্রেনেড। 

এগুলো মুলত ব্যবহার হয় মিছিল, মিটিং,অবরোধ ও পিকেটিং আন্দোলনের সময়।আর ৫ই আগষ্টের পর বান্দরবান থানায় কিংবা ফাড়ি থেকে কোন কিছু লুটও হয়নি। আমাদের জমা রাখা স্টকে কোন গ্রেনেড মিসিংও হয়নি। তবে এই ঘটনায় ভয় পাওয়ার কিছু নেই বলে আস্বস্ত করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন