এ,বি,এম,হাবিবুর রহমান : নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) সম্প্রদায়ের ৫ ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি)ভোর ৪টায় নওগাঁ - নজিপুর সড়েকর মহাদেবপুর উপজেলার শিবপুর পাটকাটির মোড়ে, একটি দ্রুতগামী ড্রাম ট্রাক বিপরীত দিক থেকে আসা, দু'টি চার্জার ভ্যানকে চাপা দিলে ঘটনালেই ৩ জন মারা যায়। বাঁকী ২জনকে মহাদেবপুর হাসপাতালে নেয়া হলে, চিকিৎসক ওই ২ জনকে মৃত ঘোষনা করেন।
দূর্ঘটনায় নিহতরা হলো, মহাদেবপুর উপজেলার নূরপুর মধ্যপাড়া গ্রামের মারমা ওড়াও-এর পুত্র সন্জু ওড়াও (৪৮), জুটুয়া পাহানের পুত্র বিপুল পাহান (২২), খোকা পাহানের পুত্র বীরেন পাহান (৫০), মৃত নরেন পাহানের পুত্র উজ্জল পাহান (২৪) এবং অনিল পাহানের পুত্র বিপ্লব পাহান (২২)।
মহাদেবপুর থানা পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা, শনিবার মহাদেবপুর হাটের দিন হওয়ায়, বিশেষ করে হলুদের হাট ভোর বেলা থেকে শুরু হয়। এই কারনে তারা দু'টি পৃথক চার্জার ভ্যানে মোট ৬ জন হলুদ ও বেগুন বিক্রি করতে মহাদেবপুর হাটে যাচ্ছিল। ঘটনাস্থলে, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ড্রাম ট্রাক, ঐ দু'টি চার্জার ভ্যানকে চাপা দিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। ট্রাকের চালক ও হেলপার ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং সম্পূর্ণ উল্টোদিকে গিয়ে ওই দু'টি চার্জার ভ্যানকে চাপা দেয়। ফলে এই দুর্ঘটনা ও নিহতের ঘটনা ঘটে। ট্রাকের চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে মাহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে, লাশগুলো উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষ করে,পরিবারের সদস্যদের নিকট লাশগুলো হস্তান্তর করেছে বলে জানান। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
এই দূর্ঘটনায় একই এলাকার ভ্যান চালক রমেশ পাহানের পুত্র সমান্ত (৩০) আহত হয়ে মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
